সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

ডেমরায় যুবদলের নেতাকে কুপিয়ে হত্যা

যাযাদি ডেস্ক
  ১০ আগস্ট ২০২৪, ১০:১৮
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি ডেমরা ৬৭ নাম্বার ওয়ার্ডের যুবদলের আহবায়ক বলে দাবি করেছেন তার পরিবার।

শুক্রবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে আবু সাঈদকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আপেল মাহমুদ জানান, আমার ভাগিনা ডেমরা ৬৭ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ছিল। সন্ধ্যার দিকে চায়ের দোকানে চা খাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানতে পেরেছি তিনি ওয়ার্ড যুবদলের আহবায়ক ছিলেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে