বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। পরে বাধার মুখে তারা কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
মঙ্গলবার (২০ মে) বিকেল তিনটা নাগাদ মিছিল নিয়ে কাকরাইল মোড়ে এসে উপস্থিত হন আন্দোলনকারীরা। এসময় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের ৫টি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধের দাবি জানান তারা।
এ দাবিতে তারা ‘প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি’ শীর্ষক ব্যানার হাতে বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
শ্রমিকরা বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে আসেন। কাকরাইল মোড়ে পৌঁছালে তারা পুলিশি রাধার মুখে পড়েন। এরপর আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে বসে বিভিন্ন স্লোগান দেন।