রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

তিন দিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিন: জয়নুল আবদিন ফারুক

যাযাদি রিপোর্ট
  ২৩ মে ২০২৫, ১৬:৪৯
তিন দিনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিন: জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। ছবি : ফোকাস বাংলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আজ, কাল পরশুর মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ তিন উপদেষ্টাকে বিদায় করুন। আপনি তাদের বলেন হয় নিজেরাই পদত্যাগ করুক, নয়তো আপনি তাদের বিদায় করেন।

শুক্রবার (২৩ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

1

জয়নুল আবদিন ফারুক বলেন, জুলাই অভ্যুত্থানে কোটি কোটি মানুষের সহানুভূতি নিয়ে আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে। দীর্ঘ ৯ মাস হলো আপনি নির্বাচনের কোনো রোডম্যাপ দিতে পারেননি। আপনি বলেছেন, জুনে নির্বাচন হবে কিন্তু সেটার বিষয়েও সুনির্দিষ্ট কোনো আলাপ নেই।

তিনি বলেন, আপনার ভেতরে কারা আছেন যারা নির্বাচন চান না। আপনাকে নির্বাচন না করার বিষয়ে কারা প্ররোচিত করছে।

তিনি আরও বলেন, আপনি নন্দিত হয়ে এসেছেন কিন্তু নিন্দিত হয়ে যাবেন না। তাহলে আমরা কষ্ট পাবো। আমরা শুনতে পাচ্ছি, আপনি নাকি পদত্যাগ করতে চাচ্ছেন।

এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। কারা দায়ী এই অস্থিরতার জন্য। তাদের ছাটাই করুন আর নির্বাচনের রোডম্যাপ দিন। আপনাদের ভেতরের লোকজন এই অস্থিরতা তৈরি করছে। এর জন্য বিএনপি দায়ী নয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কথা বলেছেন উপদেষ্টা খলিলুর রহমান। অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে তিন উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে।

সংগঠনের সহসভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু ও সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে