মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর আয়োজনে মহিলা সুধী সমাবেশে, চা-শ্রমিকদের সাথে মতবিনিময় এবং জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথকভাবে এই ৩ টি অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার সকাল ১০ টায় উপজেলার ব্রাহ্মণবাজারে এক মহিলা সুধী সমাবেশের আয়োজন করা হয়।
এরপর সাড়ে ১১ টায় কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে উপজের চা-শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপুর সাড়ে ১২ টায় মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে জেলার প্রত্যেক ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে কুলাউড়া অডিটোরিয়ামে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।
কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, এড. এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম. সায়েদ আলী, সেক্রেটারী অধ্যক্ষ ইয়ামীর আলী, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ নিজাম উদ্দিন।
এছাড়াও প্রতিটি অনুষ্ঠানে উপস্থিতিদের পক্ষ থেকেও প্রয়োজনীয় বক্তব্য শুনেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ।