রাজধানীর মিরপুর ১১ নম্বরের বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে নিহত নারীর সম্পর্ক ছিল, তার জেরেই এই হত্যাকাণ্ড।
মিরপুর ১১ নম্বর সেকশনের ‘সি’ ব্লকে মিল্লাত ক্যাম্পের পাশের ওই বাসায় বুধবার দুপুরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম।
নিহতরা হলেন- ওই বাসার সাবলেট ভাড়াটিয়া পাপ্পু (৩১) ও তার স্ত্রী দোলন দোলা (২৯)। আর গ্রেপ্তার ব্যক্তির নাম গাউস মিয়া।
পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, ‘গাউস মিয়া দাবি করেছেন, ওই নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। গাউস এর আগেও খালাত ভাই পরিচয়ে ওই বাসায় এসেছেন। এসবের জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।’
পুলিশের পল্লবী জোনের এডিসি সালেহ মুহম্মদ জাকারিয়া বলেন, ‘পরকীয়া সম্পর্কের জেরে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে। তাদের লাশ ঘটনাস্থলেই আছে। পুলিশ আসামিকেও গ্রেপ্তার করেছে।’
তিনি বলেন, ‘নিহত দম্পতি ওই বাসায় সাবলেট থাকেন। দুপুর দেড়টার দিকে ছুরি হাতে ওই বাসায় কথিত প্রেমিক গাউস মিয়াকে ঢুকতে দেখেন ফ্ল্যাটের আরেকজন ভাড়াটিয়া। হঠাৎ আর্তচীৎকার এবং পরিস্থিতি বেগতিক দেখে তিনি বাইরে থেকে দরজা আটকে বের হয়ে যান।’
তিনি আরো বলেন, ‘ওই ভাড়াটিয়ার কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করে। তাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে গাউস মিয়াকে।’