শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গৌরীপুরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন 

গৌরীপুর ( ময়মনসিংহ)প্রতিনিধি
  ৩০ মে ২০২৩, ১৪:৪৯
আপডেট  : ৩০ মে ২০২৩, ১৪:৫১
গৌরীপুরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন 
গৌরীপুরে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন 

ময়মনসিংহের গৌরীপুরে দেশের জনপ্রিয় ব্যাংকিং প্রতিষ্ঠান "ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড"- এর ২৩৫ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার গৌরীপুর পৌর শহরের মধ্য বাজার মরিচ মহালে হোসেন আলী লজের দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার শুভ উদ্বোধন করেন- ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহের হেড অব জোন মোঃ আনিসুল হক।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ শাখা প্রধান আবু জাফর মোহাম্মদ সালেহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইউসুফ আলী, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক, গৌরীপুর উপশাখার ইনচার্জ মোহাম্মদ শফি উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে