শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা বিজিএমইএর 

যাযাদি ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২৩, ১০:২৮
আপডেট  : ৩০ নভেম্বর ২০২৩, ১০:৩২
মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা বিজিএমইএর 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সম্প্রতি পোশাক শিল্পে মৃত্যুবরণকারী একজন শ্রমিকের পরিবারকে সহায়তা করতে আর্থিক অনুদান নিয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মোঃ জালালউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের কাছে পাঁচ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

২৮ নভেম্বর বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি, এস এম মান্নান (কচি) এবং সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, পোশাক শিল্পে লাখো লাখো পোশাক শ্রমিক ভাই বোনদের অমূল্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের এই অবদান বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্বে একটি সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে সহায়তা করেছে।

তিনি আরও বলেন, বিজিএমইএ পোশাক শিল্পের শ্রমিক ভাইবোনদের কল্যানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের জীবনমানের উন্নয়নে অবদান রাখে এমন উদ্যোগ গ্রহন সকল সময়ে অব্যাহত রাখবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে