যশোরের শার্শা উপজেলার নাভারণ যাদবপুর গ্রামে চায়না কমলা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষক ইউসুফ আলী। তার তিন বিঘা জমির প্রতিটি গাছে থোকায় থোকায় কমলা ধরেছে। কমলা আকারে বড় এবং খুব মিষ্টি। প্রতিদিন তা দেখতে ভিড় করছে বিভিন্ন এলাকার যুবকরা।
বেনাপোল থেকে বাগান দেখতে আসা হাসিবুল হাসান শান্ত বলেন,দেশের আবহাওয়া অনুকূল না হওয়ায় সাধারণত চায়না কমলার ফলন ভালো হয় না। কিন্তু আমাদের সে ধারণা পাল্টে দিয়েছেন নাভারণ যাদবপুরের ইউসুফ আলী। তার বাগানের প্রতিটি গাছে কমলা দেখে অবাক হয়েছি।
লাউতাড়া থেকে আসা বাইজিদ আহমেদ বলেন, ‘বাংলাদেশের মাটিতে এত সুন্দর মিষ্টি ও সুস্বাদু কমলা হতে পারে ধারণা ছিল না। ইউসুফের বাগানে না এলে তা বুঝতে ও জানতে পারতাম না। এখানে এসে গাছে ফল দেখে খুবই ভালো লাগছে।’
কৃষক ইউসুফ আলী বলেন,তিন বিঘা জমিতে ৩৮৫ টি কমলার চারা রোপণ করি, বাগানে দ্বিতীয় বছরে ৬ লক্ষ্য টাকা কমলা বিক্রয় করেছি।
শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা বলেন,গত বছর যে ফলন হয়েছিল এ বছর আরো দ্বিগুণ ফলন এসেছে,ইউসুফ আলী সফল হয়েছেন,চায়না কমলা চাষের জন্য চাষিদের উৎসাহিত করা হচ্ছে। তারা এগিয়ে এলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন।’
যাযাদি/ এস