শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে জমে উঠেছে ঈদ বাজার 

চাঁদপুর প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৪, ১৪:২৪
ছবি-যায়যায়দিন

মুসলমানদের ধর্মীও উৎসবের মধ্যে ঈদুল ফিতর অন্যতম। আর এই ঈদকে সামনে রেখে চাঁদপুরে বিপনী বিতানগুলোকে সাজানো হয়েঠে বাহারি ডিজাইনের পোশাক। সময় বাড়ার সাথে সাথে বিপণঅ বিতান দগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। বিক্রেতারা দোকান সাজিয়েছেন বাহারি ডিজাইনের পোশাকে।

বিক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে ক্রেতা থাকলেও বিক্রি কম। ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর পোশাকের দাম অনেকটাই বেশি। তারপরও পরিবারের ঈদ আনন্দের কথা ভেবে কিনতে হচ্ছে কিছু না কিছু। অন্যদিকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন। ঈদকে সামনে রেখে পাঞ্জাবি, শার্ট-প্যান্ট থ্রি পিস, শাড়িসহ বাচ্ছাদের নতুন সব জামা কাপড় দিয়ে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। যদিও গতবছরের তুলনায় এ বছর দামবৃদ্ধি থাকায় পোষাক বিক্রিতে ভাটা পড়েছে।

চাঁদপুর শহরের হকার্স মার্কেটের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ঈদে অনেক দোকানেই ক্রেতা আকৃষ্ট করার জন্য মূল্য ছাড়ের কথা লিখা থাকে। কোন কোন ক্রেতা আসছেন পছন্দ করছেন, কিনে নিচ্ছেন পছন্দমত পোশাক। যদিও এবার গতবছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি।ক্রেতারা পোশাকের দাম শুনে বিরক্ত হয়ে চলে যাচ্ছেন। মার্কেটে ক্রেতাদের ভিড় আছে, তবে তুলনামূলক বিক্রি কম। আশা করা যাচ্ছে ২-৩ দিনের মধ্যে পুরোদমে কেনাকাটা জমে উঠবে।

শহরের মীর শপিং কমপ্লেক্সে আসা ক্রেতা আফসানা বলেন, ঈদের ২-৩ দিন আগে মার্কেটে প্রচুর ভিড় হয়। তাই আগেভাগে চলে এসেছি। পছন্দের পোশাক কিনেছি, আরো কিনবো। তবে দাম খুব বেশি মনে হচ্ছে। দামের কারণে মার্কেটে বেশি সময় দিতে হচ্ছে।

হাকিম প্লাজায় আসা ক্রেতা পাবেল বলেন, নিজের জন্য, পরিবারের জন্য কেনাকাটা করতে এসেছি। মনে হয় না একদিনেই হয়ে যাবে। লাগাম ছাড়া দাম। কোন নিয়ন্ত্রণ নেই মার্কেটে। প্রশাসনের মনিটরিং করা উচিত।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঈদ এলেই বেড়ে যায় চুরি চিন্তাইসহ নানা অপরাধমূলক ঘটনা । সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছে পুলিশ। প্রত্যেক মার্কেটে ইতোমধ্যে পুলিশ সদস্যের নিয়োজিত করা হয়েছে। এছাড়া পুলিশের টহল সার্বক্ষণিক থাকবে। কেউ কোন অভিযোগ দিলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে