শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সুপারমার্টবিডি ও শি’স কালেকশনের মধ্যে চুক্তি

যাযাদি ডেস্ক
  ১২ জুলাই ২০২৪, ১৮:৫১
সুপারমার্টবিডি ও শি’স কালেকশনের মধ্যে চুক্তি
লোগো

অনলাইন শপ সুপারমার্টবিডি ও শি’স কালেকশনের মধ্যে ব্যবসায়িক চুক্তি হয়েছে। এর মাধ্যমে শি’স কালেকশনের সব পণ্য সুপারমার্টবিডিতে পাওয়া যাবে।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে শি’স কালেকশনের শো রুমে এ সংক্রান্ত একটি চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সুপারমার্টবিডির কর্ণধার মোহাম্মদ রিন্টু জানান, শি’স কালেকশনের স্বত্ত্বাধিকারী রেহানা আক্তার রিনি একজন ফ্যাশন ডিজাইনার। উনি নিজেই শাড়ীর বিভিন্ন ডিজাইন করে থাকেন। এখন থেকে সব ধরণের পণ্য সুপারমার্টবিডিতে পাওয়া যাবে। পাশাপাশি তারাও আমাদের পণ্য নিবে। আমাদের লেদার সামগ্রী রয়েছে। সেগুলো তারা নিবে। দুই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও বিভিন্ন ব্যবসায়ীক উদ্যোগ নিবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে