বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, এখন থেকে ডলারের বিনিময় হার বাজারের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, বাজারভিত্তিক হার মানে এই নয় যে, ডলারের দাম একেবারে ছেড়ে দেওয়া হবে। যেভাবে এখন বেচাকেনা হচ্ছে, তার কাছাকাছিই হার থাকবে বলে তিনি আশা করেন।
গভর্নর জানান, রফতানি আয় ও প্রবাসী আয় (রেমিট্যান্স) বাড়ছে। তাই ডলারের দামে হঠাৎ কোনো বড় পরিবর্তন হবে না।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে জুন মাসে দুই কিস্তিতে অর্থ সহায়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাজারভিত্তিক বিনিময় হার চালুর এ সিদ্ধান্তকে বড় একটি অর্থনৈতিক সংস্কার হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
এর আগে, ডলারের দর নির্ধারণ করত একটি সমন্বয় কমিটি। এখন সেই নিয়ম তুলে দিয়ে চাহিদা ও জোগানের ভিত্তিতে দাম নির্ধারণ হবে।
বাংলাদেশ ব্যাংক মনে করে, এভাবে ডলারের প্রকৃত দাম নির্ধারণ হলে বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আসবে এবং বিনিয়োগে আস্থা বাড়বে।