দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকবিলার মাধ্যমে শক্তিশালী, নিরাপদ বাংলাদেশ তৈরিতে কাজ করবে বাংলাদেশ প্রিপায়্যার্ডনেস পার্টনারশিপ (বিপিপি) অংশীদাররা।
সোমবার দুপুরে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর আয়োজনে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ প্রিপায়্যার্ডনেস পার্টনারশিপ (বিপিপি) এর দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকার, বেসরকারি খাত, এনজিও এবং শিক্ষাবিদসহ প্রতিনিধিরা অংশ নিয়ে দুর্যোগ প্রস্তুতি এবং সহনশীলতার জন্য একত্রে কাজ করার উপর জোর দেন।
সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিপিপি মোবিলাইজেশন ডেস্কের চেয়ারম্যান জনাব এ কে এম আব্দুল ওয়াদুদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মোঃ আলমগীর, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোঃ শহীদুল্লাহ, আইডিএমভিএসের সহ-প্রতিষ্ঠাতা অধ্যাপক মাহবুবা নাসরিন। এছাড়া এডিপিসি সদর দপ্তর (ব্যাংকক) এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ মিস. শিবানী গুপ্তা সভায় ভার্চুয়ালি সভায় যোগদান করেন।
সভাপতির বক্তব্যে এ কে এম আব্দুল ওয়াদুদ দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল (ডিএমএফ) কার্যকর রাখা এবং দেশের প্রায় ৮০ লক্ষ স্বেচ্ছাসেবককে একত্রিত হয়ে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। দুর্যোগ ব্যবস্থাপনায় তৃণমূলসহ সকল পর্যায়ের প্রচেষ্টার সমন্বয় সাধনের জন্য একটি জাতীয় প্ল্যাটফর্মের পক্ষে কথা বলেন তিনি।
এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রস্তুতিতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, প্রাইভেট সেক্টর এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সবার সমন্বিত পরিকল্পনা ও প্রচেষ্টাই এই সভার মূল উদ্দেশ্য।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট (আইডিএমভিএস) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ একাডেমিক অংশীদাররা রেসপন্স ক্যাপাসিটি ইনডেক্স (আরসিআই) এর উপর বেসলাইন গবেষণার ফলাফল এবং হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। এপিডিসি এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ড. মোহাম্মদ আহসান উল্লাহ আসন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন।