শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

লৌহজংয়ের মেদিনীমণ্ডল ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৭:২৯
লৌহজংয়ের মেদিনীমণ্ডল ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেদিনীমণ্ডল ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথিরা: ছবি যায়যায়দিন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা ও সভা হয়েছে।

সভায় আগামী অর্থ বছরের জন্য ১ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৩৮৫ টাকা বাজেট ঘোষণা করা হয়।

1

উন্নয়ন বাজেট ১ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ১১৫ টাকা এবং রাজস্ব বাজেট ৩৩ লাখ ৩৮ হাজার ২৭০ টাকা।

বুধবার (২৮ মে) দুপুরে মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের সভাকক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হালিমের সভাপতিত্বে সভায় বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুর রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. তৌফিক-বিন-বারী।

এ সময় ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে জন সাধারণ স্থানীয় বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হালিম এসব সমস্যার সমাধান ও দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে