বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম বন্দরে একদিনে ৪৮০৩ টিইইউস কনটেইনার ডেলিভারি

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ১৯:৫৮
চট্টগ্রাম বন্দরে একদিনে ৪৮০৩ টিইইউস কনটেইনার ডেলিভারি
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর পুরোদমে কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম বন্দরে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দরে ৪৮০৩ টিইইউস কনটেইনার পণ্য আমদানিকারকদের ডেলিভারি দেওয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে রয়েছে ৪০ হাজার ৩৭৫ টিইইউস কনটেইনার। যা আগের দিন ছিল ৪১ হাজার ৪৩২ টিইইউস কনটেইনার। এতে একদিনে কনটেইনার কমেছে ১০৫৭ টিইইউস।

বন্দরের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জাহাজ থেকে বন্দরে কনটেইনার নেমেছে ৪০২৬ টিইইউস। ঢাকা আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) থেকে এসেছে ৯৪ টিইইউস। অফডকগুলো থেকে রফতানিপণ্য ভর্তি কনটেইনার এসেছে ৩২০৯ টিইইউস এবং খালি কনটেইনার এসেছে ৪২০ টিইইউস। একইভাবে ৩৬৭০ টিইইউস কনটেইনার জাহাজীকরণ হয়েছে।

৭৩ টিইইউস কনটেইনার ঢাকা আইসিডিতে পাঠানো হয়েছে। অফডকগুলোতে আমদানিপণ্য ভর্তি কনটেইনার পাঠানো হয়েছে ৫৩৮ টিইইউস। বন্দর থেকে ৭৬৭ টিইইউস খালি কনটেইনার অফডকগুলোতে পাঠানো হয়েছে। ২০৫০ টিইইউস আমদানি পণ্যবাহী কনটেইনার অনচেচিজ সরাসরি আমদানিকারকদের ডেলিভারি দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দর অভ্যন্তর থেকে ২২১৫ টিইইউস কনটেইনার পণ্য খালাস দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে