বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

এলএনজি আমদানির এসপিএ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন

যাযাদি রিপোর্ট
  ০১ জুলাই ২০২৫, ২০:০৬
এলএনজি আমদানির এসপিএ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত থেকে এলএনজি আমদানির এসপিএ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জিটুজি ভিত্তিতে ওকিউ ট্রেডিং লিমিটেড ইউএই- থেকে স্বল্পমেয়াদে ২০২৫ ও ২০২৬ সালে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এলএনজি ক্রয়ের দরপ্রস্তাব ও ড্রাফট এলএনজি সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

ওকিউ ট্রেডিং লিমিটেড ইউএই এর সঙ্গে পেট্রোবাংলা ২০১৮ সাল ও ২০২৩ সালে দুটি দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত মোট ১২২ কার্গো এলএনজি সরবরাহ করেছে এবং দ্বিতীয় চুক্তির আওতায় ২০২৬ সাল হতে এলএনজি সরবরাহ করবে।

দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মিটানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চুক্তির আওতায় ওকিউ ট্রেডিং লিমিটেড ইউএই থেকে স্বল্পমেয়াদে ২০২৫ ও ২০২৬ সালে এলএনজি সরবরাহের সিদ্ধান্ত গৃহীত হয়। এলএনজি আমদানিতে স্পট মার্কেটের বিকল্প হিসেবে সাশ্রয়ী মূল্যে জিটুজি ভিত্তিতে স্বল্পমেয়াদে ওকিউ ট্রেডিং লিমিটেড ইউএই থেকে ২০২৫ সালে ৫ কার্গো এবং ২০২৬ সালে ১২ কার্গো এলএনজি জাপান-কোরিয়া মার্কেট ফরমুলা -অনুযায়ী দরপ্রস্তাব অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে