বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

পবিপ্রবিতে ৩-১ গোলের জয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের উড়ন্ত সূচনা

পবিপ্রবি প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ১৯:১২
পবিপ্রবিতে ৩-১ গোলের জয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের উড়ন্ত সূচনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্টে আইন ও ভূমি প্রশাসন অনুষদকে ৩-১ গোলে হারিয়ে দারুণ এক সূচনা করল গতবারের রানার্স আপ মাৎস্যবিজ্ঞান অনুষদ।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মুখোমুখি হয় আইন ও ভূমি প্রশাসন অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ। খেলার প্রথমার্ধে কর্ণার করে রেজাউল করিমের গোলে ১-০ তে এগিয়ে যায় আইন ও ভূমি প্রশাসন অনুষদ। পরক্ষনেই দূর্দান্ত এক গোলে মাৎস্যবিজ্ঞান অনুষদকে সমতায় আনেন ফাহিম তামিম। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হয়।

বিরতির পর আরো আগ্রাসী হয় মাৎস্যবিজ্ঞান অনুষদ। দলপতি সাদি বিজয়ের গোলে এগিয়ে যায় তারা। খেলায় অসাধারণ নৈপূণ্য দেখিয়ে আরো একটি গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন ফাহিম তামিম। এই ম্যাচে জোড়া গোল তুলে নেন তারকা ফাহিম তামিম। আক্রমণ ও পাল্টা আক্রমণ করেও বিপক্ষ দলের জালে বল জড়াতে পারে নি আইন ও ভূমি প্রশাসন অনুষদ। ফলে ৩-১ গোলের দারুণ এক জয় তুলে নেয় মাৎস্যবিজ্ঞান অনুষদ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে