সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিল্পী রুমির একক চিত্রকর্ম প্রদর্শনী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৩৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী একক চিত্রকর্ম প্রদর্শনী। রোববার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানটি শুরু হয়। প্রদর্শনীটি আয়োজন করেছে চারুকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান রুমি৷

প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার। এসময় চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফখরউদ্দিন (দ্রাবিড় সৈকত) এবং বিভাগের শিক্ষার্থী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন ৷

প্রদর্শনীতে শিল্পী আব্দুর রহমান রুমির ৯৫ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি আগামী ২৮ নভেম্বর(মঙ্গলবার)পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে