শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ইবিতে সন্ধ্যার পর উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ 

ইবি প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৩, ১৪:০৯
আপডেট  : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৪:২২
ইবিতে সন্ধ্যার পর উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহে সন্ধ্যার পর উচ্চ শব্দে গান বাজনা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ আট হলের প্রভোস্টবৃন্দ।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড শাহাদৎ হোসেন আজাদ বলেন, উচ্চ শব্দে গান বাজনা বন্ধের বিষয়ে কতিপয় শিক্ষার্থী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে পরের দিনই এ বিষয়ে জরুরি সভা হয়। সেখানে উচ্চ শব্দে গান বাজনা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপরেও যদি কেউ এটি অমান্য করে তাহলে কর্তৃপক্ষ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে গত ৫ ডিসেম্বর আবাসিক হলসমূহে রাতে উচ্চ শব্দে গান বাজানো বন্ধের দাবিতে লিখিত অভিযোগ দেয় শিক্ষার্থীরা। নিয়মিত গানবাজনা তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে পড়াশোনায় মনযোগী হতে পারছে না বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তারা। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে