সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সাথে আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

মাভাবিপ্রবি প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৪, ১৮:০৩

বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন।

মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুভেচ্ছা স্মারক ও বই উপহার দেন ফেডারেশনের নেতারা।এসময় সংগঠনটির সভাপতি মীর মোর্শেদুর রহমান ও মহাসচিব নজরুল ইসলাম হীরা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনুসহ নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়কে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী মহোদয় মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

নেতৃবৃন্দ কর্মকর্তাদের অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের জন্য অনুরোধ করেন। নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে সারথী হতে আহবান জানান এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের স্পেসিফিক সমস্যাবলী নিরুপন পূর্বক একটি গাইডলাইন প্রস্তুত করার জন্য পরামর্শ প্রদান করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে