রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মাভাবিপ্রবির দ্বিতীয় একাডেমিক ভবনের চতুর্থ তলায় আগুন

মাভাবিপ্রবি প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:০৬
মাভাবিপ্রবির দ্বিতীয় একাডেমিক ভবনের চতুর্থ তলায় আগুন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের পরিসংখ্যান বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টাঙ্গাইলের দুইটি ইউনিটের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সেমিনার রুমের এসি ও আসবাবপত্র পুড়ে গেছে।

এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হক বলেন, দুপুর ১টার দিকে দ্বিতীয় একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে শট সার্কিট থেকে আগুন লাগে। পরে কয়েকটি এসিতেও আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় ১টা ৪৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কমান্ডার জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুইটা ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এর ফলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে সেমিনার রুম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেমিনারের কক্ষে থাকা কিছু এসি ও আসবাবপত্র পুড়ে গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে