রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবি রক্তদান সংগঠন 'ব্লাড ব্রিগেড' এর যাত্রা শুরু

নোবিপ্রবি  প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২৪, ১১:০৫
নোবিপ্রবি রক্তদান সংগঠন 'ব্লাড ব্রিগেড' এর যাত্রা শুরু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো 'নোবিপ্রবি ব্লাড ব্রিগেড' নামের স্বেচ্ছায় রক্তদান সংগঠন।

শুক্রবার(২৬ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা মন্ডলী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী রাকিব রহমান এবং সাধারণ সম্পাদক ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী শামীম হোসেন।

এছাড়াও সহ-সভাপতি খাদ্যযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী আবদূর রহমান সাকিব, কোষাধ্যাক্ষ ব্যবসায় প্রশাসন বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জুয়েনা আক্তার, সাংগঠনিক সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ইসরাত হোসেন এশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা আক্তার অর্পা, প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক বিএমএস বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী অসীম সরকার, রক্তদাতা সম্পাদক ইংরেজি বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী হাসীবা আলম মাহী।

রক্তদাতা সহ-সম্পাদক কৃষি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো: নাছির উদ্দিন, তথ্য ও শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক ফলিত গণিত বিভাগের ১৭ তম ব্যাচের শিক্ষার্থী রেদওয়ান আহম্মেদ তানভীর, কার্যক্রম পরিচালনা সম্পাদক সমাজকর্ম বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো: আল মামুন, কার্যক্রম পরিচালনা সহ-সম্পাদক সমাজকর্ম বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো: কাজী ইউসুফ এবং ফার্মেসী বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মো: আব্দুল্লাহ আল মামুন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে