সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আইকিউএসির হিসাব কর্মকর্তা অশোক বর্মন অসীম নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি পদে উপরেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, সহ সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী (শিশির) ও কোষাধ্যক্ষ পদে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুর রশিদ।
নির্বাচন কমিশন জানায়, এবার নির্বাচনে মোট ভোটার ছিল ২৭২ জন কর্মকর্তা। এর মধ্যে ২৬৬টি ভোট পড়েছে।
যাযাদি/ এস