বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রাবির প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি ক্রিয়াশীল ছাত্রসংগঠনের

রাবি প্রতিনিধি
  ১৫ জুলাই ২০২৪, ২১:৫৬
রাবির প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি ক্রিয়াশীল ছাত্রসংগঠনের
ছবি-যায়যায়দিন

ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আগামী ২৪ ঘন্টার মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসন কর্তৃক ব্যবস্থা না নেওয়া হলে প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৫ জুলাই) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত মশাল মিছিলে এমন হুঁশিয়ারি দেন তারা।

এসময় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ছাত্রলীগ সারাদেশে ত্রাশের রাজত্ব কায়েম করছে। সাধারণ শিক্ষার্থীসহ আমার বোনেদের উপরও হামলা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে ছাত্রলীগের সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি না দেয় তাহলে আমরা প্রশাসনিক ভবনে তালা দেব।

রাবি শিক্ষার্থী রুদ্র বলেন, আমরা কার কাছে বিচার দেব? কোনো জায়গা নেই আমাদের। তাই শিক্ষার্থী সমাজকেই জেগে উঠতে হবে। আজ ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আমরা জানি আগামীতে কি করতে চায় তারা। সুতরাং আমরা সচেতন থাকব এবং তাদের এ হামলার সমুচিত জবাব দেব।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে