বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক

জাবি প্রতিনিধি
  ১৬ জুলাই ২০২৪, ১৯:৫৬
জাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক
ছবি-যায়যায়দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করেছে খোদ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এখন পর্যন্ত শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় সত্তরের অধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনকারীদের ওপর হামলাকে ‘ন্যাক্কারজনক’ উল্লেখ করে পদত্যাগ করেন তারা।

শাখা ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক নিয়ামুল আরাফী তার পোস্টে বলেন, একটা আদর্শ বুকে নিয়ে কোন স্বার্থের বাইরে ছাত্রলীগের রাজনীতি করতাম। কিন্তু গতকাল রাতের ঘটনার পরেও যদি চুপ থাকি তাহলে নিজের বিবেক আর আদর্শের কাছে সারাজীবন অপরাধী হয়ে থেকে যাব। আমি শেখ মো: নাঈমুল আরাফী, উপ ধর্ম সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজকের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমস্ত রকম কর্মকান্ড থেকে নিজেকে অব্যহতি দিলাম।

সিদরাতুল মোনতাহা হিরফা নামের একজন ছাত্রলীগ কর্মী ফেসবুক পোস্টে লেখেন, বিবেকের কাছে পদ-পদবি ও ক্ষমতার জন্য নিজেকে হেরে যেতে দিতে পারলাম না। আমি জাহাঙ্গীরনগর ছাত্রলীগের আসন্ন হল কমিটির নওয়াব ফয়জুন্নেসা হলের ‘হল সেক্রেটারি ক্যান্ডিডেট’। আমি আজ থেকে সমস্ত ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে নিষ্কৃতি দিলাম।

শেখ রাসেল হল ইউনিটের দপ্তর সম্পাদক মো: সামি তার পোস্টে লেখেন, ‘বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ ছাত্রলীগ তৈরি হয়েছিলো কিছু লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে। এক কথায় সংগঠনটি হবে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষার্থীবান্ধব একটি ছাত্রসংগঠন। তারা দেশের যে কোন অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে, অধিকার আদায়ে সচেষ্ট থাকবে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ে সর্বোচ্চ সহযোগিতা করবে। কিন্তু দুঃখের বিষয় আমরা আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে যোজন যোজন দূরে সরে গেছি! তাই এখন যা হচ্ছে আমার ক্যাম্পাসে সেইটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ মানতে পারে না । জীবনে কোনো দিন জুলুম করিনি, কারো সাথে অন্যায় করিনি। ইনশাআল্লাহ, বেঁচে থাকলে কখনো বিবেক বিসর্জন দিবো না। আমি সৃষ্টি তাই স্রষ্টায় বিশ্বাস করি এবং আমার বিশ্বাস প্রতিটি রাবার বুলেট, টিআর শেল ও অন্যায়ের হিসাব দিতে হবে। এই মুহূর্ত থেকে সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যহতি নিলাম।’

আফরিন আলম রিমি লেখেন, ‘আমি বিবেকের কাছে পদ পদবি ও ক্ষমতার জন্য হেরে যেতে পারবো না। সহ-সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, এই পদ থেকে অব্যাহতি নিলাম এবং আজ থেকে সমস্ত ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে নিষ্কৃতি দিলাম।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইমরান বশর লেখেন, ‘একটা আদর্শ বুকে নিয়ে কোনপ্রকার স্বার্থের বাইরে ছাত্রলীগের রাজনীতি করতাম। কিন্তু গতকাল রাতের ঘটনার পরেও যদি চুপ থাকি তাহলে নিজের বিবেক আর আদর্শের কাছে সারাজীবন অপরাধী হয়ে থেকে যাব। আজকের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমস্ত রকম কর্মকান্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম।’

এছাড়াও, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সংগঠনটির বহু নেতাকর্মী পদত্যাগ করতে চান। শীঘ্রই পদত্যাগের সিদ্ধান্ত নিবেন তারা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে