বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সারাদেশে শহীদদের স্মরণে ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যাযাদি ডেস্ক
  ০৬ আগস্ট ২০২৪, ০৯:৩৯
সারাদেশে শহীদদের স্মরণে ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
-ফাইল ছবি

চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শহীদদের স্মরণে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, মহান রবের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি স্বৈরাচার থেকে এ দেশকে মুক্তি দান করেছেন। দেশের তরুণ সমাজের হাত ধরে নতুন বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। এ আন্দোলনে আমরা শত শত মানুষকে হারিয়েছি, অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি দেশের জন্য আত্মউৎসর্গকারী সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

1

সারা দেশে শহীদদের স্মরণে ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তিদের নিম্মোক্ত কর্মসূচিসমূহ পালনের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

১. সারা দেশে সকল জনশক্তি ও ছাত্র-জনতাকে সাথে নিয়ে বাদ যোহর চলমান আন্দোলনে শহীদদের স্মরণে গায়েবানা জানাযা ও দোয়া কর্মসূচি পালন করা।

২. যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর যিয়ারত করা। আহতদের সাথে সাক্ষাৎ এবং চিকিৎসা সহায়তা প্রদান করা।

মহান রব আমাদের সকলকে ধৈর্য এবং প্রজ্ঞা সহকারে পরিস্থিতি মোকাবেলার তাওফিক দান করুন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে