গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)।
গত শনিবার (৭ ডিসেম্বর) একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
উপাচার্য আরও বলেন, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নসহ পরীক্ষার নেওয়ার সার্বিক পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত আগামী ১২ডিসেম্বর একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হবে।
যাযাদি/ এআর