সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রশিবিরকে নিয়ে শিবিরের প্যাডের ছবি ব্যবহার করে একজন অভিনেত্রীকে নিয়ে ভুয়া কমিটির গুজব ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম নিজের ফেসবুক পেইজে সত্যটা তুলে ধরেছেন এবং সকল প্রকার ভুয়া ও গুজব থেকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম পোস্টে লেখেন, যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবিলা করার চেষ্টা করে থাকে।
পোস্টে তিনি আরও লেখেন, যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এরকম মিথ্যা প্রচারনা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এই সকল অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। আমরা সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।
যাযাদি/ এস