শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জাবিতে বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত কার্টে ঘুরে-বেড়াচ্ছেন দর্শনার্থীরা

জাবি প্রতিনিধি
  ০১ মে ২০২৫, ২০:৪৫
জাবিতে বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত কার্টে ঘুরে-বেড়াচ্ছেন দর্শনার্থীরা
ছবি: যায়যায়দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চালু করা লিথিয়াম ব্যাট্যরীচালিত ইলেকট্রিক কার্টে অবাদে ঘুরে-বেড়াচ্ছেন ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীরা।

বৃহস্পতিবার (১ মে) সরকারি ছুটির দিন হওয়ায় বিকেল গড়াতেই বহিরাগত দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। এসময় যাতায়াতের জন্য দর্শনার্থীরা ইলেকট্রিক কার্টে চড়ে বসে। চালকও নিয়ে যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে।

সরজমিন পরিদর্শন করে দেখা যায়, বিভিন্ন রুটে চলাচলকারী কার্টে চেপে বসছেন দর্শনার্থীরা। ১৪ সিটের এই কার্টে ১৩ জনই বহিরাগত। বাকি একজন চালক নিজে। পরিবার সহ ঘুরতে আসা সবাই একসঙ্গে ঘুরছেন ইলেকট্রিক কার্টে। মাঝেমধ্যে নির্দিষ্ট রুট ভঙ্গ করে যাত্রীদের ইচ্ছে অনুযায়ী বিভিন্ন জায়গায় ঘুরাচ্ছেন চালকেরা।

তবে এসকল ইলেকট্রিক কার্ট বরাদ্দ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অংশীজনদের যাতায়াতের জন্য। বর্তমানে দুই ধাপে মোট ৮ টি ইলেকট্রিক কার্ট চালু রয়েছে ক্যাম্পাসে।

ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, পরিবার নিয়ে ক্যাম্পাসে ঘুরতে এসেছি। আমার বাচ্চা প্রান্তিকের স্কুলে প্রাইমারিতে পড়ে। আমরা ঘুরতে চাইলে চালক আমাদের কার্টে করে ঘুরায়। তবে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এ জন্য।

এ বিষয়ে, ১৪ সিটের কার্টের ১ নম্বর গাড়ির চালক শামীম বলেন, আমরা কোম্পানির পক্ষ থেকে নিয়োগকৃত চালক। আমাদের গাড়িতে যাত্রী উঠাতে হবে। তবে যাত্রী কারা বা এটা কি শুধু শিক্ষার্থীদের যাতায়াতের জন্যই কি না এ বিষয়ে স্যারেরা আমাদের কোনো দিকনির্দেশনা দেননি। স্যারেরা যদি আমাদের নির্দিষ্ট করে বলে দেন এটা শুধু শিক্ষার্থীদের জন্য তাহলে আমরা বহিরাগতদের গাড়িতে তুলবো না।

বহিরাগতদের নিয়ে কার্ট কেন চলছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। তবে বিশ্ববিদ্যালয়ের এডমিনিস্ট্রেশন এ বিষয়ে দায়িত্বে রয়েছেন।

এ বিষয়ে জানতে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে