জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পটুয়াখালী মেডিকেল কলেজের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী মোসাম্মৎ তামান্না আক্তার ফারজানার সম্পূর্ণ শিক্ষাব্যয়সহ যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। পাশাপাশি তাকে শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়েছে।
৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় মনিটর ও অ্যাব বরিশাল চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মামুন অর রশিদ, অ্যাব বরিশাল চ্যাপ্টারের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, অ্যাব বরিশাল চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাসিব মোহাম্মদ তুষার, অ্যাব পটুয়াখালী চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. রাহাত মাহমুদ, পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ার হোসেন বাবলু, বরিশাল জেলা ড্যাবের কার্যকরী সদস্য ডাক্তার মো. মহিবুল্লাহ, ড্যাবের আজীবন সদস্য ডাক্তার মীর শহিদুল হাসান শাহীন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, গলাচিপা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মইন, সদস্য জলিল মিয়া এবং সাবেক ছাত্রদল নেতা মো. নুরুল ইসলাম শুভ।
উল্লেখ্য, মোসাম্মৎ তামান্না আক্তার পটুয়াখালী মেডিকেল কলেজের ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থী। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোয়ালখালী ইউনিয়নের বাসিন্দা। তার পিতা মো. আলাউদ্দিন এবং মাতা সালেহা বেগম।
অনুষ্ঠানে তামান্নার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার পিতা, মাতা ও চাচা আলম গাজী। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় মনিটর প্রফেসর ড. মুহাম্মদ মামুন অর রশিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থী তামান্নার হাতে ভর্তি সংক্রান্ত সমস্ত অর্থ সহায়তা প্রদান করেন।
শিক্ষার্থী তামান্না আক্তার ফারজানা ও তার পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে, তারা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গলাচিপার বিএনপি নেতা হাসান মামুনের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।
যাযাদি/ এম