বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জাবিতে উদ্ভিদবিজ্ঞানীদের মিলনমেলা শুক্রবার 

জাবি প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩
জাবিতে উদ্ভিদবিজ্ঞানীদের মিলনমেলা শুক্রবার 
ছবি: যায়যায়দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ৬ষ্ঠ বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনটি আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক টিমের সদস্যরা।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় “ইন্ডিজিনিয়াস প্লান্ট ফর সাসটেইনেবল ইনভাইরনমেন্ট।” সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানীগণ প্রায় শতাধিক মৌলিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনে সকাল ৯টা ১৫ মিনিটে স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নাজমুল আলম। এরপর বক্তব্য রাখবেন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন। এরপর ক্রমান্বয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাফরুহী সাত্তার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

সকাল ৯ টা ৫০ মিনিটে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এরপর বক্তব্য রাখবেন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সভাপতি অধ্যাপক ড. এম. আজিজুর রহমান। সমাপনী বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালেহ আহমেদ খান।

কনফারেন্সে ২টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রথম সেশনে থাকবে, প্লান্ট সিস্টেমেটিক্স, প্লান্ট ইকোলজি এন্ড ইনভাইরনমেন্ট, প্লান্ট বায়োডাইভারসিটি, ফরেস্ট্রি, প্লান্ট ফিজিওলজি, প্লান্ট বায়োকেমিস্ট্রি, এগ্রোনমি এন্ড হর্টিকালচার, এথনোবোটানী, ফাইটোকেমিস্ট্রি এন্ড হারবাল মেডিসিন।

২য় সেশনে থাকবে মাইক্রোবায়োলজি, মাইকোলজি, প্লান্ট প্যাথলজি, জেনেটিক্স, সাইটোলজি এন্ড সাইটোজেনেটিক্স, প্লান্ট ব্রিডিং এন্ড ক্রোপ ইম্প্রুভমেন্ট, প্লান্ট টিস্যু কালচার, প্লান্ট মলিকুলার বায়োলজি, প্লান্ট বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

আয়োজকেরা জানান, এটি বাংলাদেশসহ সারা বিশ্বে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত হয়ে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ে আয়োজিত হবে। এই আয়োজনের মাধ্যমে দেশের উদ্ভিদ বিজ্ঞানের বিস্তর গবেষণা, প্রবন্ধ উপস্থাপন করা হয়, ফলে দেশের উদ্ভিদ বিজ্ঞান নিয়ে সাধারণ মানুষ জানতে পারে। এই আয়োজনের মাধ্যমে দেশের উদ্ভিদবিজ্ঞানীগণ তাদের গবেষণা নিয়ে আলোচনা ও নতুন তত্ত্ব আবিস্কারের সুযোগ পান।

জাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এই আয়োজনটি জাহাঙ্গীরনগর এ সর্বশেষ ২০২০ সালে অনুষ্ঠিত হয়েছিল। এবার ৬ষ্ঠ বারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি। জাহাঙ্গীরনগর এর নাম শুনলে সবাই আগ্রহ প্রকাশ করে। কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য অংশগ্রহণকারীদের নজর কাড়ে। তবে আয়োজনে অংশগ্রহণকারীদের পর্যাপ্ত থাকার জায়গা দিতে না পারায় কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা পাশের সরকারি প্রতিষ্ঠানে আমাদের গেস্টদের থাকার ব্যাবস্থা করেছি। সবকিছু মিলে সুন্দর একটি আয়োজন হবে বলে আশা রাখছ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে