বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পারভেজ হত্যায় জড়িতদের বিচার দাবি শাবি ছাত্রদলের

শাবি প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ২০:৩৭
পারভেজ হত্যায় জড়িতদের বিচার দাবি শাবি ছাত্রদলের
ছবি: যায়যায়দিন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সাধারন সম্পাদক নাঈম সরকার ও সভাপতি রাহাত জামানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান ফটকে এসে মিলিত হয়।

এসময় সমাবেশে শাবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিবন্ধনহীন একটি জনবিচ্ছিন্ন দল যারা দাবি করে দেশসেবা করবে তারাই আজ আমার ভাইকে নিজ ক্যাম্পাসে হত্যা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের আবারো দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে