বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মাদকসেবনের অভিযোগে বহিষ্কারের পরও পরীক্ষা দিলেন কুবি শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
  ২০ মে ২০২৫, ১৯:৪৬
মাদকসেবনের অভিযোগে বহিষ্কারের পরও পরীক্ষা দিলেন কুবি শিক্ষার্থী
ছবি: যায়যায়দিন

মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। তবে বহিষ্কারের পরও সেমিস্টার ফাইনালে বসেছে প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

জানা গেছে, গত ৬ মে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল থেকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হল প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান, হাউজ টিউটর মোহাম্মদ ওমর ফারুক ও গোলাম মাহমুদ পাভেল চার শিক্ষার্থীর কাছ থেকে মাদক দ্রব্য উদ্ধার করেন। পরদিন, ৭ মে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় এবং ১৪ মে চারজনকেই সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

1

তবে ১৮ মে ‘সাউথ এশিয়ান এপিগ্রাফি’ কোর্সের সেমিস্টার পরীক্ষায় অংশ নেন শাকিল খান। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, বহিষ্কৃত অবস্থায় কোনো শিক্ষার্থী একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারেন না।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. সোহরাব উদ্দিন বলেন, আজকে চিঠি আসছে। ১৪ তারিখ থেকে যেহেতু সিদ্ধান্ত কার্যকর হবার কথা। তাই সে পরীক্ষা দিলেও নিয়ম অনুযায়ী তা বাতিল হবে।

প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “প্রতিটি বিভাগে ১৪ মে থেকেই বহিষ্কারাদেশ কার্যকর করতে চিঠি দেওয়া হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে