পবিত্র মাহে রামাজান উপলক্ষে গতকাল শুক্রবার ৫ এপ্রিল পর্তুগালের রাজধানী লিসবনের স্হানীয় একটি রেষ্টুরেন্টে রাজনীতিবিদ, পেশাজীবী,আলেম-উলামা ও সাংবাদিকদের সম্মানে পর্তুগাল যুবলীগের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পর্তুগালা আওয়ামী লীগ নেতা মাসুম আহমেদ , পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিপলু আহমেদ ,পর্তুগাল ঘাতক দালাল মূল কমিটির সাধারন সম্পাদক ইকবাল হোসাইন,বঙ্গবন্ধু ফাউন্ডেশনে সিনিয়র সহ-সভাপতি মিলন বেপারী, পর্তুগাল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফি আদনান আকাশ , নারীর উদ্যোক্তা লাবনী খাতুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খুব শীঘ্রই কেন্দ্র থেকে পর্তুগাল আওয়ামিলীগ ও যুবলীগসহ অঙ্গ সংগঠন গুলোর জন্যে চমক আসছে। এজন্য আমাদের সকল বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থকাতে হবে। বঙ্গবন্ধু কন্যার হাতকে আরো শক্তিশালী ও দেশ এবং জাতির কল্যাণে আমাদের এগিয়ে আসতে হবে।
যাযাদি/ এস