শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কুয়েত বিএনপির বিজয় দিবস উদযাপন

কুয়েত প্রতিনিধি
  ২২ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮
কুয়েত বিএনপির বিজয় দিবস উদযাপন
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে, কুয়েতের হিজিল রিসোর্টে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর ) রাতে কুয়েত বিএনপি মহান বিজয় দিবস উদযাপন করে।

আক্তারুজ্জামান শামছ এর সভাপতিত্বে ও সৈয়দ আরিফুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, বিশেষ অতিথি শেখ মোস্তফা কামাল, মনির আহম্মেদ, হাজী ইকবাল হোসেন, ইলিয়াস চৌধুরী, নাছির হাওলাদার,জায়েদুর রহমান জায়েদ, লিয়াকত খান, নজরুল ইসলাম, সোহেল প্রমুখ, বিএনপির যুবদলসহ বিভিন্ন সংগঠনের আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ২৪ জুলাইয়ের আত্মত্যাগের কথা তুলে ধরেন ।

১৯৭১ সালে যেভাবে শহীদ জিয়ার আহবানে সাড়া দিয়ে বিজয় অর্জনে ভূমিকা ছিলো তেমনি ২৪শে জুলাই ও গণতন্ত্র এবং দেশের বাক স্বাধীনতা রক্ষায় তারেক রহমানের আহবানে আমাদের সকলে ঐক্য বদ্ধ ভাবে ২৪শে আন্দোলনের মধ্যে দিয়ে আরেকটি বিজয় আমরা অর্জন করছি।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে