শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তুরস্কে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা এবং আনন্দোৎসব  

তুরস্ক প্রতিনিধি
  ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৯
তুরস্কে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা এবং আনন্দোৎসব  
ছবি: যায়যায়দিন

‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, আংকারা-এর উদ্যোগে দূতাবাসের ‘বিজয় একাত্তর’ মিলনায়তনে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এক বর্ণাঢ্য মিলনমেলা এবং আনন্দোৎসব এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে তুরস্কের বাংলাদেশি কমিউনিটির সর্বস্থরের সদস্যরা উপস্থিত ছিলেন যাদের মধ্যে ছিলেন তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত গবেষকগণ, প্রসিদ্ধ বাংলাদেশি ব্যবসায়ীবৃন্দ, প্রবাসী সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীগণ এবং দূতাবাস অফিশিয়ালদের পরিবারের সদস্যবৃন্দ।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমার মাধ‌্যমে অনুষ্ঠানের শুরু হয়। অত:পর ২০২৪ সালের আগস্ট মাসের গণ-অভ্যুত্থানের উপর এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’এর উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শিত হয়। পরবর্তীতে কমিউনিটির পক্ষ থেকে প্রফেসর ড. হাফিজুর রহমান, ড. মাহমুদুল হাসান, ব‌্যবসায়ী মো: রাকিবুল ইসলাম, জনাব মশিউর রহমান ও মোঃ ইমাম হোসেন সহ আরোও অনেকেই বক্তব‌্য পেশ করেন। তাঁরা বক্তব‌্যে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এর মাহাত্ম্য আলোচনা করেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দূতাবাসের সাথে এক হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আনন্দোৎসব আয়োজনের জন‌্য দূতাবাসের সবাইকে ধন‌্যবাদ জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটি থেকে দেশাত্নবোধক গান পরিবেশন করেন কাজি মহিউদ্দিন তাকি, মুনিম ইবনে জামান ও সোয়েব সাফওয়ান। কমিউনিটির শৌভিক দাস কনসার্ট ফর বাংলাদেশে Bob Dylan এর গাওয়া গান Blowin' In The Wind গেয়ে সবাইকে বিমোহিত করেন। বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, এনডিসি, পিএসসি কবি শামসুর রহমানের একটি কবিতা আবৃত্তি করেন এবং জনাব ওসমান গনি একটি দেশাত্নবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ড. মোহাম্মদ শাহানুর আলম।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তাঁর সমাপনী বক্তব‌্যের শুরুতেই একটি আঞ্চলিক গান গেয়ে দর্শকেদের আনন্দ আরোও বাড়িয়ে তুলেন। পরবর্তীতে তিনি তাঁর বক্তব‌্যে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন‌্য ধন‌্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে প্রবাসীদের গুরুত্বপূর্ণ মতামতের জন‌্য তাদের ধন‌্যবাদ জানিয়ে দূতাবাসের সেবার মান আরো বৃদ্ধির ব্যাপারে আশ্বস্ত করেন। তিনি উল্লেখ করেন যে দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত‌্যেক প্রবাসীর কর্তব‌্য। তুরস্কের সাথে কূটনৈতিক ও বানিজ্য সম্পর্ক আরো সুদৃঢ় করতে এবং উত্তরোত্তর বৃদ্ধিতে দূতাবাস নবোদ্যমে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। পরিশেষে তিনি সবাইকে নৈশভোজের জন‌্য আমন্ত্রণ জানিয়ে তাঁর বক্তব‌্য শেষ করেন।

দূতাবাসের পক্ষ থেকে আমন্ত্রিত বাংলাদেশি অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে