সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বানভাসি মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। এ সময় তার নির্মাণাধীন সিনেমা ‘ময়ূরাক্ষী’ টিমও তার সঙ্গে থাকবে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে এক ভিডিওবার্তায় ববি বলেন, ‘আমি আসলে একটা মন খারাপের কথা বলতে এসেছি। খুব বেশি খারাপ লাগছে বানভাসিদের জন্য। তাই আমি এবং আমার ‘ময়ূরাক্ষী’ সিনেমার টিমের পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা। সেই সঙ্গে যতটুকু সম্ভব তা নিয়ে আমরা তাদের সাপোর্ট করছি। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যার যা আছে তাই নিয়ে বন্যার্ত সিলেটবাসীর পাশে থাকবেন।’
ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’র শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী আগস্টে সিনেমাটি মুক্তি দেবেন বলেও জানান এর নির্মাতা।
ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিনয়ের পাশপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd