শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

দীপিকাকে সমকামী চরিত্রে দেখতে চান কৃতি

যাযাদি ডেস্ক
  ০৫ আগস্ট ২০২২, ১৪:১৮
দীপিকাকে সমকামী চরিত্রে দেখতে চান কৃতি
ফাইল ছবি

দীপিকা পাড়ুকোনের রূপে মুগ্ধ হন না, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। তিনি পুরুষের স্বপ্নের নায়িকা। সুযোগ পেলে একবার ছুঁয়ে দেখতে চান তাকে। বলতে চান মনের কথা। তবে শুধু পুরুষ নয়, নারীরাও আকর্ষিত হন দীপিকার সৌন্দর্যে। সেই তালিকায় আছেন আরেক বলিউড সুন্দরী কৃতি শ্যানন। তার রূপে মুগ্ধ এ নায়িকা। বললেন মনের কথা। কোনোদিন যদি সমকামী চরিত্রে অভিনয় করেন, তাহলে সহশিল্পী হিসেবে দীপিকাকে বেছে নেবেন।

মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘যদি কোনো সমকামী নারীর চরিত্রে অভিনয়ের সুযোগ আসে, তাহলে আমি দীপিকার সঙ্গে কাজ করতে চাইব।’

নায়িকার চোখে দীপিকা অসাধারণ। তার এক অদ্ভুত আকর্ষণ ক্ষমতা আছে। তাই সমকামী নারীর চরিত্রে অভিনয় করতে হলে দীপিকাকেই সহশিল্পী হিসেবে চান।

যাযাদি/ এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে