বুধবার, ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

বুকের উপর শুধুই আলপনা, ‘অপ্সরা’ হয়ে রেড কার্পেটে হাঁটলেন উরফি

যাযাদি ডেস্ক
  ০৪ মার্চ ২০২৩, ১১:৩৫

এ যুগে যদি স্বর্গ থেকে নেমে আসতেন অপ্সরা! কেমন হত ব্যাপারটা? কল্পনাকে সত্যি করে তুললেন উরফি জাভেদ। তিনি থাকতে আর সাজ নিয়ে ভাবনা কী! লাল টুকটুকে চেরা স্কার্টের সঙ্গে শাড়ির আঁচলের মতো করে পরলেন ওড়না।

বক্ষদেশে ছিল অন্য চমক। স্বচ্ছ রঙেরই এক সূক্ষ্ম আবরণ ছিল উরফির ঊর্ধ্বাঙ্গে। নাভির অনেকটা নীচ থেকে শুরু হয়েছে নিম্নগের পোশাক। সেই বেশেই রেড কার্পেটে হাঁটলেন মডেল-তারকা। সবাই বলে উঠলেন, আরে এ যে হাল আমলের অপ্সরা!