বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

বলিউড বাদশার রাণী কে এই নয়নতারা 

জাহাঙ্গীর বিপ্লব
  ৩১ আগস্ট ২০২৩, ১০:১৫
বলিউড বাদশার রাণী কে এই নয়নতারা 

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষীত বলিউড সিনেমা ‘জওয়ান’। মুক্তির আগেই নানা কারণে আলোচনার ঝড় উঠেছে চলচ্চিত্রটিকে ঘিরে। সিনেমার গান, টিজার ও নায়কের ন্যাড়া মাথার লুক এরইমধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি করেছে দর্শকের মাঝে। পাশাপাশি বেশ কয়েকটি নতুন সংযোজন ঘটেছে এই ছবিতে। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণী সিনেমার নামজাদা পরিচালক ও তামিল চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অ্যাটলির নির্দেশনায় কাজ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। পাশপাশি দক্ষিণী সিনেমার লেডি স্টার হিসেবে পরিচিতি পাওয়া নয়নতারার প্রথম বলিউড সিনেমা এটি।

এর আগে অ্যাটলির পরিচালনায় ‘বিজিল’ ও ‘রাজা রানি’তে অভিনয়ের পর এবার নয়নতারার হাতেখড়ি হচ্ছে শাহরুখের সঙ্গে। রজনীকান্তসহ দক্ষিনী চলচ্চিত্রের বিখ্যাত ও জনপ্রিয় তারকাদের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। এবার শাহরুখ খানের বিপরীতে তার বলিউড যাত্রা কেমন হবে, সেটাই এখন দেখার অপেক্ষা। যদিও মুক্তির আগে সিনেমার গান, টিজার, প্রচার-প্রচারণা ও বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রির যে বিরল ঘটনা ঘটেছে, তাতে অনেকটাই অনুমান করা যাচ্ছে কেমন করবে শাহরুখ-নয়নতারার ‘জওয়ান’।

তবে কথা নয় কাজে বিশ্বাসী নয়নতারা। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের এই নায়িকাকে খুব কমই পার্টি, ইভেন্ট কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। ক্যারিয়ারের শুরু থেকেই কাজ নিয়ে থাকতে পছন্দ করেন তামিল, তেলেগু, মালায়াম ভাষার এ চলচ্চিত্র অভিনেত্রী। কঠোর পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই পেয়ে গেছেন জনপ্রিয়তা। এরইমধ্যে চেন্নাই টাইমসের করা জরিপে সেরা আকাঙ্খিত অভিনেত্রীর তকমা পেয়েছেন তিনি। পরপর দুইবার তিনি এ তালিকায় সেরার স্থান দখল করেছেন।

এ প্রসঙ্গে নয়নতারা বলেন, পরপর দুই বার... সত্যিই খুব আনন্দ লাগছে। গত কয়েক বছর ধরে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। কখনো কখনো এটা মনে ভয় ধরিয়ে দেয়। কারণ, এতে অনেক দায়িত্বও কাঁধে এসে পড়ে, আমাকে আরও ভালো করতে হবে, আরও ভালো ছবি করতে হবে, আমাকে আরও ভালো মানুষ হতে হবে, আরও ভালো আচরণের অধিকারি হতে হবে।’ এই তারকা আরও বলেন ‘আমি কাজ করি এবং সেরাটা দেয়ার চেষ্টা করি। বাকিটা ভক্ত ও দর্শকদের ওপর নির্ভর করে। তাদের এবং আমার মধ্যকার শর্তহীন ভালোবাসাই আমাকে এখানে নিয়ে এসেছে। যা এখনো বিদ্যমান। এই শিল্পে প্রবেশের পর থেকে এটাই প্রথম সবার আগে চেয়েছি।’

জীবনের অন্যতম সেরা সময়ে রয়েছেন দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারা। বিয়ে করে সংসার তো করছেন। দুই যমজ সন্তানের মা হয়েছেন। চুটিয়ে উপভোগ করছেন বিবাহিত জীবন। পাশাপাশি কর্মজীবনেও মাইলফলক গড়ছেন অভিনেত্রী। দেড় দশকের বেশি সময় ধরে ভারতের দক্ষিণী সিনেমায় রাজত্ব করছেন অভিনেত্রী নয়নতারা। দক্ষিণের তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়- সব ইন্ডাস্ট্রির সিনেমায় অভিনয় করেছেন তিনি। আইরা, কোলামাভু কোকিলা, কোলাইয়ুথির কালামের মতো অনেক নারী প্রধান সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রুপালি পর্দায় ঝড় তুলেছেন হার্টথ্রব এ নায়িকা। কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা আর প্রশংসা।

‘জওয়ান’-এ প্রিভিউ ভিডিওতে দেখা মিলেছে দুই অভিনেত্রীর। রয়েছেন দীপিকা পাড়ুকোন ও নয়নতারাকে। কিং খানের নায়িকা কে? বিষয়টি নিয়ে শুরুতে ধাঁধায় ছিলেন দর্শক। অনেকেই ছবির গল্প নিয়ে নিজেদের মতো করে নানান জল্পনা-কল্পনা শুরু কওে দেন। কিন্তু জওয়ানের পোস্টার সামনে পরিস্কার হয়ে যায় সবকিছু। দর্শকের বুঝতে বাকি থাকে না নয়নতারাই শাহরুখের বিপরীতে অভিনয় করছেন। নয়নতারার ডেয়ার ডেভিল লুক ইতোমধ্যেই ভাইরাল। অর্ন্জালে সিনেমার পোস্টার শেয়ার করে শাহরুখ খান লিখেছিলেন, ‘ঝড়ের আগে যে বাজ পড়ে ইনিও তাই! নয়নতারা।’ কালো পোশাক, কালো সানগ্লাস, হাতে বড় বন্দুক। নয়নতারাকেও যে ছবিজুড়ে অ্যাকশন মুডেই পাওয়া যাবে- তা বুঝিয়ে দিয়েছে পোস্টারটিই।

আজ ৩১ আগস্ট জমকালো আয়োজরে বুর্জ খলিফায় মুক্তি পাবে ‘জওয়ান’র ট্রেইলার। তার আগে গতকাল ৩০ আগস্ট চেন্নাইয়ে প্রকাশ পেয়েঠে সিনেমার ‘রামাইয়া’ গানটি। অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে নয়নতারাও উপস্থিত ছিলেন। এছাড়া দক্ষিণী সিনেমার তারকা বিজয় সেতুপতি, পরিচালক অ্যাটলি কুমার, আর সংগীত পরিচালক অনিরুদ্ধকেও দেখা গেছে সেখানে। জওয়ান সিনেমাটিতে শাহরুখ থাকলেও মুখ্য চরিত্রেই দেখা মিলবে নয়নতারার। হিন্দি-সহ পাঁচ ভাষায় এক সঙ্গে মুক্তি পাচ্ছে। ছবি নিয়ে যে অনুরাগীদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে, তা স্পষ্ট সমাজমাধ্যমে ছবি সংক্রান্ত আলোচনা থেকেই। শুধু তাই নয়, শোনা যাচ্ছে এই বিশেষ ছবির জন্য এক বিশেষ পদক্ষেপও নিয়েছেন নয়নতারা।

শাহরুখের ‘জওয়ান’-এর জন্য বিগত ১৬ বছরের নিজের ‘নো বিকিনি’ নিয়ম ভেঙেছেন চলেছেন নয়নতারা। এর আগে ২০০৭ সালে শেষ বার ‘বিল্লা’ ছবিতে বিকিনি পরে পর্দায় দেখা গিয়েছিল তাকে। তার পর থেকে বিকিনির সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন নয়নতারা। শাহরুখের সঙ্গে এক দৃশ্যের জন্যই নাকি নিয়মে এই বদল আনছেন নয়নতারা নিজে। ‘পাঠান’ ছবিতে ‘বেশরম রং’ গানে একাধিক আকর্ষণীয় বিকিনি পরে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। শার্টহীন সুঠাম চেহারার শাহরুখের উপস্থিতি সত্ত্বেও নজর কেড়েছিলেন পর্দার রুবিনা। শোনা যাচ্ছে, অ্যাটলির ‘জওয়ান’-এর ওই গানের মতোই একই রকম দৃশ্যে পারফর্ম করেছেন শাহরুখ ও নয়নতারা। ছবিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সান্যা মালহোত্রা, প্রিয়মণি।

নয়নতারা নিজেও শাহরুখ খানের দারুণ ভক্ত। ছোটবেলা থেকেই শাহরুখ খানের সিনেমা দেখে দেখে বড় হয়েছেন তিনি। এ বিষয়ে নয়নতারার স্বামী দক্ষিণী পরিচালক ভিগনেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘শাহররুখ খান স্যারের একজন বড় ভক্ত তুমি। শুধু শাহরুখের সিনেমাই দেখতে। আর সেখান থেকে এখন তার বিপরীতে, তাও এত বড় সিনেমায় অভিনয় করা সত্যিই বড় বিষয়। তোমার যাত্রা সবে শুরু হলো। প্রিয় বউ, তুমিই অনুপ্রেরণা। আমাদের গোটা পরিবার তোমার জন্য গর্বিত।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে