বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর মার্কিন গায়ক জো জোনাসের সঙ্গে ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে সম্প্রতি। বিচ্ছেদের পর এবার প্রাক্তন স্বামী গায়ক জো জোনাসের বিরুদ্ধে মামলা করেছেন সোফি। অভিনেত্রী তাদের দুই সন্তানকে ইংল্যান্ডে ফিরিয়ে আনার আবেদন করে এ মামলা করেন। বিয়ের চার বছর পর এ মাসের শুরুতে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয় এই দম্পতি। তারা সেই সময় তাদের এই বিচ্ছেদকে 'সৌহার্দ্যপূর্ণ' বলে বর্ণনা করেছিলেন।
তবে বৃহস্পতিবার সোফির আইনজীবীরা নিউইয়র্কে তাদের সন্তানদের ভুলভাবে আটকে রাখা হয়েছে উলেস্নখ করে একটি আইনি নোটিশ দাখিল করেছেন। কিন্তু জো তোদের দুই সন্তানেকে যৌথ হেফাজতে রাখতে চাইছেন। তাদের বড় সন্তানের নাম উইলা। সে ২০২০ সালে জন্মগ্রহণ করে এবং তাদের দ্বিতীয় সন্তন গত বছর জন্মগ্রহণ করে। সোফির আইনি নোটিশ অনুসারে, এই দম্পতি এপ্রিল মাসে ইংল্যান্ডে তাদের স্থায়ী বাড়ি তৈরি করেছিলেন। নথিপত্রে বলা হয়েছে, জোনাস তার বিবাহ বিচ্ছেদের আবেদনে ভুলভাবে দাবি করেছিলেন যে দ্বৈত নাগরিকত্বের অধিকারী সন্তানরা ফ্লোরিডায় তার আবেদন করার আগে ছয় মাস ধরে বসবাস করেছিল।
টার্নার ও জোনাস উভয়ই জানান, তাদের সন্তানদের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল। কারণ সেখানে তাদের বাবা টু্যরে গিয়েছিলেন। পিটিশনে বলা হয়েছে, এটি অস্থায়ী ব্যবস্থা ছিল।
এই জুটি তাদের বিচ্ছেদ নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহের শেষের দিকে মিলিত হন। সেই সময় সোফি ইংল্যান্ডের বাড়িতে ফিরে যাওয়ার জন্য তাদের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছিলেন। তবে, জোনাস তাদের পাসপোর্ট ফেরত দিতে এবং যুক্তরাজ্যে পাঠাতে অস্বীকার করেছেন বলে অভিযোগ রয়েছে। টার্নার বর্তমানে শিশুদের সঙ্গে নিউইয়র্কে আছেন বলে জানা গেছে। জোনাস আদালতের নথিতে টার্নারের দাবিগুলো অস্বীকার করেছেন।