রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ক্ষোভ–অভিমান থেকে বিদায় নিলেন ইলিয়াস কাঞ্চন

যাযাদি ডেস্ক
  ০৪ মার্চ ২০২৪, ১৮:০১

ঢাকার অদূরে আশুলিয়ার বেড়িবাঁধে শিল্পী সমিতির আয়োজনে বার্ষিক বনভোজনে অনেক দুঃখ নিয়ে বিদায় নেওয়ার কথা জানান ইলিয়াস কাঞ্চন।

নিপুণ সাধারণ সম্পাদক ও ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে নির্বাচিত হন ২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে। ২০২২ সালে সমিতির নির্বাচন শুরু থেকেই আলোচনায় পাশাপাশি অনেক বেশি সমালোচনা হয়েছে।

ইলিয়াস কাঞ্চন বনভোজনে জানান, ‘নির্বাচনের পর থেকেই সমিতির একটা পদ নিয়ে মামলা-মোকদ্দমা কত কিছু হয়েছে। কিন্তু শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। এই বিষয়ই কেউ বুঝতে চাইল না। আপনারা শিল্পীদের স্বার্থ কী করে ভুলে যান? যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে কাঞ্চনের পাশে আপনারা দাঁড়ান না। এই দুঃখ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছি। আজ আমাকে যদি অসম্মান করেন, তাহলে সেই অসম্মান কিন্তু আমার একার নয়, সেই অসম্মান পুরো শিল্পীসমাজের, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির।’

আগামী এপ্রিলে শিল্পী সমিতির নির্বাচনে আর অংশ নেবেন না, এটা পরিষ্কার বলে জানান ইলিয়াস কাঞ্চন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে