ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তি জীবনের নানান চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। যেসব ছবির সঙ্গে জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
নিজের জয় নিশ্চিত করার কথা জানিয়ে প্রভা বলেন, ‘আমি যথেষ্ট করেছি, এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।’
সবশেষ প্রভা বলেন, ‘যদি তুমিও এমনটাই মনে করো, আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে।’
অভিনেত্রী প্রভা নিজেকে সব সময় আড়ালে রাখতে পছন্দ করেন। একটা সময় নীরবে কাজ করে গেছেন। সেসময় সংবাদমাধ্যম থেকেও নিজেকে আড়ালে রাখতেন। হয়তো সেই পুরোনো কথা এখনো ভুলতে পারেননি তিনি।
যাযাদি/ এস