শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ব্যাঙের বিষ খেয়ে অভিনেত্রীর মৃত্যু, কারণ অভূদ!

যাযাদি ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩
ব্যাঙের বিষ খেয়ে অভিনেত্রীর মৃত্যু, কারণ অভূদ!
ছবি: সংগৃহীত

এক ধর্মীয় অনুষ্ঠানে ব্যাঙের বিষ খেয়ে মারা গিয়েছেন মেক্সিকোর এক অভিনেত্রী। এ অভিনেত্রীর নাম মার্চেলা আলকাজার রদ্রিগেজ (৩৩)।

জানা গেছে, 'কম্বো' নামে একটি আচার-অনুষ্ঠানে অংশ নেন মার্চেলা। এটি দক্ষিণ আমেরিকার কিছু আদিবাসীর বিপজ্জনক একটি ঐতিহ্য; যেখানে বিষ খেয়ে শরীর থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করার চেষ্টা করা হয়।

গত শনিবার এ আচারে অংশ নেওয়ার পর বমি হয় মার্চেলার। তারপর গুরুতরভাবে ডায়েরিয়া শুরু হয়। অসুস্থ মার্চেলাকে রেড ক্রস হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

ব্যাঙের এই বিষ খাওয়ার পর বমি এবং ডায়েরিয়াকে ‘শুদ্ধিকরণের’ স্বাভাবিক অংশ হিসেবে দেখা হয়।

আরও জানা গেছে, অসুস্থ বোধ করার পর মার্চেলাকে সাহায্য করার জন্য আশেপাশের জন্য এগিয়ে যায়। কিন্তু তিনি তখন তাদের সাহায্য নিতে অস্বীকার করে দেন।

ডুরাঙ্গোর মায়োকোয়ানির একজন আধ্যাত্মিক গুরু অভিনেত্রীকে হাসপাতালে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু মার্চেলার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর ওই ব্যক্তি পালিয়ে যান। পুলিশ এখন ওই আধ্যাত্মিক গুরুর খোঁজ করছে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে