মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই : অমিত হাসান

বিনোদন রিপোর্ট
  ১২ মে ২০২৫, ১৬:০২
শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই : অমিত হাসান
অমিত হাসান

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান আজকাল অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত।

চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব থাকতে দেখা যায় তাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এবার তিনি লিখেছেন শিল্পী সমিতি নিয়ে।

আজ সোমবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই। তার এ মন্তব্যের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। এ তালিকায় আছেন ওমর সানীসহ অনেকে।

এদিকে শিল্পী সমতি নিয়ে ওই পোস্ট দেওয়ার কারণ জানতে চাইলে গণমাধ্যমকে অমিত হাসান বলেন, এখন এফডিসিতে সিনেমার শুটিং চলে না। অর্থাৎ শিল্পীদের সেখানে কোনো কাজ নেই।

সেকারণে এফডিসিতে তাদের যাওয়া আসা নেই। ফলে শিল্পী সমিতিতেও তারা যায় না। কাজ থাকলে হয়তো এক ফাঁকে আড্ডা দিতে যেত। তাছাড়া শিল্পী সমিতির নেতৃত্বস্থানীয়রাও দেশের বাইরে। এসব কারণেই স্ট্যাটাস দিয়েছি।

অভিনেতা যোগ করেন, সিনিয়র শিল্পীরা এখন অবহেলিত। তাদের ভেবে গল্প লেখা হচ্ছে না। আমি, রুবেল, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ কোনো সিনেমায় নেই।

আমাদের জুনিয়রদের হাতেও কাজ নেই। যেমন বাপ্পি চৌধুরী, সায়মন সাদিকরা। তাহলে শিল্পী সমতিতে যাবে কে। এফডফিসিতে যখন শুটিং চলবে তখন শিল্পীরা আসবেন শিল্পী সমিতিতে।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে