শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কান চলচ্চিত্র উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্ন পোশাক'

বিনোদন ডেস্ক
  ১৫ মে ২০২৫, ১৫:৫০
কান চলচ্চিত্র উৎসবে নিষিদ্ধ হলো ‘নগ্ন পোশাক'
ফাইল ছবি

ফ্রান্সে ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ গত মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হয়েছে।

প্রতিবারের মতো এ বছরও লালগালিচায় দেখা যাবে বলিউড তারকাসহ বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় তারকাদের।

1

এটি যতটা সিনেমার প্রতিযোগীতা, ঠিক ততটাই হয়ে ওঠে তারকাদের ফ্যাশন আর সৌন্দর্যের প্রতিযোগীতা। কানে উপস্থিত প্রত্যেক তারকা তার সবচেয়ে জমকালো, সুন্দর পোশাক আর সৌন্দর্য নিয়ে উপস্থিত হন কানের লালগালিচায়।

কে কার চেয়ে ফ্যাশনে এগিয়ে থাকবেন, তাই নিয়ে এক প্রকার প্রতিযোগীতায় মেতে ওঠেন তারকারা। বিশেষকরে অভিনেত্রীরা এই আসরে এক প্রকার এক্সপেরিমেন্ট চালান পোশাক নিয়ে। অনেকে তো হাজির হন একেবারে স্বচ্ছ পোশাকে।

এসব বিষয়কে মাথায় রেখে কানের লাল গালিচায় এ বছর আনুষ্ঠানিকভাবে ‘নগ্নতা’ এবং ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে। ২০২২ সালে কানের লাল গালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে