'হেরা ফেরি ৩' থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তেই অনড় প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল।
১৫ শতাংশ সুদ সমেত সাইনিং অ্যামাউন্টও ফিরিয়ে দিয়েছেন তিনি।
এই সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১৫ কোটি টাকা পেতেন পরেশ রাওয়াল। মাঝ পথে বেরিয়ে যাওয়ায় আইনি প্যাঁচেও পড়তে হয়েছে তাকে! এরপরই পারিশ্রমিক ফিরিয়ে দেন অভিনেতা।
'বাবুরাও' চরিত্রে আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে, এ কথার খোলাসা হতেই মন ভেঙেছে দর্শকদের।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, 'নির্মাতাদের সঙ্গে মতের অমিলেই কারণে 'হেরা ফেরি ৩' না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।'
বলিউড সূত্রে জানা যায়, এরপরই নাকি তাকে মুখোমুখি হতে হয় ২৫ কোটি টাকার আইনি নোটিশের!
গত ২০ মে ভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, অক্ষয় কুমারের টিম পরেশ রাওয়ালকে ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছে।
কারণ তিনি নাকি চুক্তি ভেঙে মাঝপথে প্রোজেক্ট ছেড়েছেন, যার ফলে প্রোডাকশন হাউজের আর্থিক এবং শিডিউল সংক্রান্ত ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়, 'হেরা ফেরি ৩'-র জন্য ১১ লাখ টাকা অগ্রিম পারিশ্রমিক পেয়েছিলেন পর্দার 'বাবুরাও গণপত রাও আপ্টে'। সেই টাকাই ১৫ শতাংশ সুদ সহ ফিরিয়ে দিয়েছেন।
চুক্তিপত্রে উল্লেখ রয়েছে, ছবি মুক্তির পর পারিশ্রমিকের বাকি টাকা পাওয়ার কথা ছিল অভিনেতার। শোনা যাচ্ছে, মাঝপথে প্রোজেক্ট ছেড়ে দেওয়ায় একটু বেশি টাকাই দিয়েছেন পরেশ রাওয়াল।
পরেশ রাওয়ালের এই সিদ্ধান্তের পর হেরাফেরি টিমের প্রতিক্রিয়া কী ছিল? সুনীল শেঠি বলেন, ‘এটা একটা বড়সড় ধাক্কা। আমি আমার ছেলে-মেয়ের (আথিয়া ও আহান) কাছ থেকে প্রথম শুনি। আমরা কিছুই জানতাম না।’
পরিচালক প্রিয়দর্শন জানান, ‘আমরা পরেশজিকে নিয়ে একটা প্রোমোও শুট করেছি। হঠাৎ করেই তিনি যোগাযোগ বন্ধ করে দেন। আমরা মিডিয়ার মাধ্যমে ব্যাপারটা জানতে পারি।’