রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গোপালগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
  ২৫ মে ২০২৫, ১৫:১৬
গোপালগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু
গোপালগঞ্জ জেলা ভূমি অফিস চত্বরে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ। রোববার (২৫ মে) গোপালগঞ্জ জেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক সেবাপ্রত্যাশীদের হাতে এলএ শাখার অথিগ্রহনের চেক, পর্চা, মৌজাম্যাপ তুলে দেন। এর আগে সকাল ১০টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

1

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল, রেভিনিউ ডেপুটি কালেকটর প্রবির বিশ্বাস, সহকারী কমিশনার (ভ‚মি) বাবলী শবনম প্রমুখ উপস্থিত ছিলেন।

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দিতে গোপালগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। গোপালগঞ্জের ৫ উপজেলায় রোববার সকাল ১০টা থেকে একযোগে ভূমি মেলা শুরু হয়েছে। চলবে আগামী মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত।

জেলা প্রশাসক বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংত্রান্ত সেবাসম‚হ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তারই আলোকে দেশের মানুষ বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভ‚মি সংত্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম আনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন।

তিনি আরো বলেন, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর উপজেলা ভূমি অফিস চত্বরে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত ভূমি মেলায় মানুষ সহজভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিষ্ট্রেশন, ই-নামজারির আবেদন, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি বা আপিল, দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবাগ্রহীতাদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করার ব্যবস্থা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে