কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সারাদেশের ন্যায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার সকাল ১০ টায় ভূমি মেলা উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা বাজারের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী। সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী স্বাগত বক্তব্যে জানান, যেহেতু ভূমি সংক্রান্ত খাজনা প্রদান এবং ভূমি খারিজের লেনদেন সমুহ অনলাইনে সম্পন্ন হয়। সেহেতু কেউ অহেতুক কারো সাথে কোন টাকা পয়সা লেনদেন করবেন না। যদি সমস্যা মনে করেন, আমাদের সাথে সরাসরি যোগযোগ করবেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী নুরুজ্জামান হাবলু মোল্লা, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু সহ সরকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
আগামী ২৭ মে বিকাল পর্যন্ত উপজেলা ভূমি অফিস চত্বরে স্থাপিত বুথে ভুমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ প্রদান করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী জানিয়েছেন।