ফ্রিতে দেখা যাবে নিশো-সিয়ামের প্রথম সিনেমা। ২০২৩ সালের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ ছিল আফরান নিশোর বড় পর্দায় অভিষেক ছবি।
সুপারহিট হয়েছিল সে ছবি। রায়হান রাফী পরিচাািলত সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।
অন্যদিকে ‘পোড়ামন ২’ ছবিটি দিয়ে সিনেমায় অভিষেক হয় আরেক চিত্রনায়ক সিয়াম আহমেদের। এটির পরিচালকও রায়হান রাফী।
এই ছবি দিয়েই তার চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু। সেইসঙ্গে পূজা চেরীও এই সিনেমা দিয়েই ঢালিউডে পা রাখেন।
২০১৮ কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর পর ১৬ জুন ঈদুল ফিতরে ছবিটি বাংলাদেশে মুক্তি পায়।
মুক্তির পর সারাদেশে চমক জাগিয়েছিল সিনেমাটি। গানে-গল্পে মনে দাগ কেটে যাওয়া ‘পোড়ামন ২’ বক্স অফিসে ছিল সুপারহিট।
জানা গেছে, সিয়াম ও নিশোর অভিষিক্ত হওয়া দুটি সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘পোড়ামন ২’ এবার ঈদে ফ্রিতে দেখতে পারবেন দর্শক।
আসন্ন ঈদ উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজনের অংশ হিসেবে টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে আলোচিত চলচ্চিত্রগুলো। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রথমবারের মতো টিভি পর্দায় প্রচারিত হবে। আর ‘পোড়ামন ২’ প্রচার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায়।