বিবাহ বিচ্ছেদের পর বারবারই চিত্রনায়ক শাকিব খান বলে আসছেন ‘চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই আমার কাছে এখন অতীত।’
এ বিষয়ে সাংবাদিকদেরও অনুরোধ করে আসছেন এই দুই নায়িকাকে নিয়ে তাকে যেন কোনো মন্তব্য করতে না বলা হয়। এমনকি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে শাকিব খান সবার আগে আয়োজকদের কাছে জেনে নেন সেখানে অপু কিংবা বুবলী থাকবেন কি না।
যদি সেখানে তাদের কেউ উপস্থিত থাকেন তাহলে তিনি সেই অনুষ্ঠানে যাবেন না। কিন্তু এত কিছুর পরেও প্রাক্তন স্বামীকে নিয়ে ভালোবাসার কথা জানিয়ে আসছেন অনেক দিন ধরেই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের পাল্টাপাল্টি পোস্ট দেখে মনে হয় শাকিব খানকে নিয়ে কাড়াকাড়িতে মেতে উঠেছেন তারা।
অপু বিশ্বাস ও বুবলীর সামাজিক মাধ্যমের লড়াইটা অনেকটাই প্রকাশ্যে, দুজনই মাঝেমধ্যেই শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন। তাদের যুদ্ধটা মূলত এটা নিয়েই। দুজনের পোস্ট থেকে একটা জিনিস প্রকাশিত হতে থাকে যে দুজনই শাকিবের কাছাকাছি রয়েছেন। আদতে তা মোটেও সত্য না।
বুবলী ও অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের মানসিক দূরত্ব শত শত মাইল দূরে। দুজন শাকিবের নিকটস্থ যতই বোঝাতে চান না কেন, শাকিব এ দুজনের কারো সঙ্গেই ভবিষ্যতে যে থিতু হবেন, এমন সম্ভাবনা নেই।
গতকাল মঙ্গলবার অপু বিশ্বাস ও বুবলীর ভার্চুয়াল যুদ্ধের আরও এক নমুনা পাওয়া গেল। গতকাল দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে ছবিতে দেখা গেছে, শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন।
আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে। শাকিব ও শেহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলী সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘পরিবার- যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।‘
বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
সেই ছবিগুলোর ক্যাপশনে খোঁচা মেরে অভিনেত্রী অপু লিখেছেন, ‘বাবা’ এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।
আর এতেই চটেছেন ঢালিউড কিং শাকিব খান। এই দুজনের এমন পোস্ট চোখ এড়ায়নি শাকিব খানেরও। শাকিব খান দুজনের কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন। শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, ‘এই দুজনের একজনকেও শাকিব খান পছন্দ করেন না। বরং তাদের আচরণে শাকিব বরাবরই বিরক্ত হন। এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় শাকিব বেজায় চটেছেন।’